রাজাকার চিরদিন রাজাকার

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৫:০০:৩৪ সকাল

রাজাকারদের বসিয়েছিল

যারা দেশের ক্ষমতায়

শহীদের সাথে বেঈমানী

করেছে তারা সমতায়।

-

সেক্টর কমান্ডারদের যারা

বানাল আজ রাজাকার

রাজাকারদের করেছে তারাই

ক্ষমতার ভাগিদার।

-

রাজাকার চিরদিন রাজাকার,

হতে পারেনা মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধা হতে পারে রাজাকার

তাদের গুষ্ঠি সুদ্ধা।

-

কথাগুলো বলেছিলেন একদিন

স্যার হুমায়ুন আজাদ

আজ তিনি পরপারে রয়ে গেছে

জীবনের কত স্বাদ।

-

তাই দেখি সারা দেশে ক্রমশই

রাজাকার বাড়ছে

চেতনাধারী ভূয়া মুক্তিযোদ্ধাদের

দৃষ্টি কাড়ছে।

-

এভাবেই যদি রাজাকার

বাড়তে থাকে সারা দেশে

কয় জন মুক্তিযোদ্ধা পাবে

বাংলাদেশে অবশেষে।

১২/১২/২০১৪

বিষয়: বিবিধ

৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File