অনু কবিতা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৪:১৫:০৬ রাত
একদিন আত্মা উড়ে যাবে
বিষম যন্ত্রণার ক্রন্দন ধ্বনিতে
ডানাভাঙা পাখির ন্যায়
ডানা ঝাপটাতে ঝাপটাতে
দিগন্তের ওপারে অন্তহীন
অনন্তে অসীমের পানে।
-
আত্নাহীন দেহ অগণিত
অনুচ্চারিত কামনায়
মিশে যাবে ধরণীর ধূলিকণায়।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাটির খাঁচায়
পরাণ পাখির বাস
ফুড়ুৎ কইরা
উইড়া গেলে
(হায়রে) হবেই সর্বনাশ।
সুন্দর লিখেছেন, অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন