বহুদিন ধরে হাঁটছি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৬ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৯:৩১ রাত
বহুদিন ধরে নিজের পায়ে হাঁটছি, সকাল দুপুর সন্ধ্যা।
কাঁদা মাখা পথ মাড়িয়ে বারবার চৌরাস্তার মোড়ে
এসে দিকভ্রম হই। ব্যস্ত রাস্তা, ব্যস্ত মানুষ।
-
চোখের পাতায় মানুষের ব্যস্ততা,তাড়াহুড়া,
প্রতিযোগিতা আমার ব্যস্ততা কমায়,
আমাকে শান্ত করে ।
খুব দ্রুত বদলে যাওয়া মানুষগুলো
আমার সৃষ্টির আত্নবিশ্বাস বাড়িয়ে দেয়।
-
কাকে যেন খুঁজি একান্তে না পাবার আশায়।
পেলে হয়তো দিকভ্রম ভেঙ্গে যাবে চৌরাস্তার মোড়ে
অবসান হবে বহুদিন ধরে হাঁটা পথ; দাঁড়াবো নিজের পায়ে।
০৫/১২/২০১৪
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন