অপরাজনীতি রুখতে এবার

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০১ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৫:২৮ রাত

'যেমন কুকুর তেমন মুগুর'

হতে না পারো যদি,

ক্ষমতার স্বাদ পাবেনা ,

এই জগতে জন্ম অবদি।

-

ক্ষমতা ছাড়া রাজনীতিতে

সুখ বলে কিছু নাই

দেশের স্বার্থ বিকিয়ে দিয়েও

ক্ষমতা আমার চাই।

-

রাজনীতিতে ক্ষমতা মানে

সুখের স্বর্গ বাস ,

ক্ষমতা মানে দেশের মানুষ

বন্দী ক্রীতদাস।

-

লাশের বদলে লাশ পড়ে

ক্ষমতা পাবার জন্য

ক্ষমতা পেতে রাজনীতিবিদ

আজ হিংস্র প্রাণী বন্য।

-

রাজনীতির এমন নোংরা খেলা

চলবে কত আর

অপরাজনীতি রুখতে এবার

তৈরি হও যার যার।

৩০/১১/২০১৪

বিষয়: বিবিধ

৯৩৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290229
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File