কিভাবে শ্রেষ্ঠত্বের অংক কষো
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৫ নভেম্বর, ২০১৪, ০৫:২৮:১৫ সকাল
সর্বাঙ্গে আবর্জনা মেখে সৃষ্টার প্রতিনিধি দাবী করো,
শ্রেষ্ঠত্বের কোন মাপকাঠি বসিয়ে উঁচু কণ্ঠে নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো,
ধর্মের ঠিকাদারী হাতে নিয়ে চারপাশ ছাইপাঁশ ভাবো,
শ্রেষ্ঠত্বের অংক কষো তোমার আর মানুষের মাঝে,
বিভেদের প্রাচীর দৃঢ় করো, প্রত্যাশা করো স্বর্গ প্রাপ্তির???
-
ধর্ম মানে কি সংকিণতা, ধর্ম মানে কি অসমতা,
ধর্ম মানে কি অশুদ্ধতা ?
যদি তা না হয় তাহলে কোন ধর্ম বিশ্বাসে স্বর্গ প্রত্যাশা করো ?
রাজনীতি তো কোন ধর্মের নাম নয়।
নাকি ধর্মের মুখোশে রাজনীতিকে ধর্ম বানিয়েছ?
২৪/১১/২০১৪
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন