নষ্টদের নষ্টামি

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২২ নভেম্বর, ২০১৪, ০২:৫০:১৮ রাত

এই শহরের নষ্টদের দ্বন্দ্ব

দেখতে হলে চোখ করো না বন্ধ।

প্রতিদিন চোখ রাখো ফেইস বুকে

সীমাহীন নষ্টামি বিধবে দু'চোখে।

-

আসবে আরো নষ্ট খবর,

সবাই করো একটু সবর।

দেখবে কত কি

দেখে বলবে ছি।

-

ভ্রষ্টরা সব নষ্ট মানুষ

নষ্ট চোখে আঁধার ফানুস।

ভ্রষ্ট পথে হাঁটছে যারা

আসলে কি মানুষ তারা?

-

কবে জানি ওই মানুষদের

স্বভাব বদলাবে,

কয়লার মতো স্বভাব হলে

মরলেও কি তা বদলাবে???

২১/১১/২০১৪

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287228
২৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০৭
ফেরারী মন লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে.. ধন্যবাদ
287231
২৩ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:১০
আফরা লিখেছেন : স্বাভাব বদলানো অনেক কঠিন তবে চেষ্টা করলে পারা যায় । কবিতা ভাল লাগল ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File