কারবালা প্রান্তরের ক্রন্দনধ্বনি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ নভেম্বর, ২০১৪, ০৪:৪৮:৪৬ রাত
ফোরাতের তীরে কারবালা প্রান্তরের ক্রন্দনধ্বনি প্রতিধ্বনি করে কর্ণকূহর
ছিন্ন মস্তকে হোসেনের নিথর দেহ কারবালা বয়েছিল লাশের বহর।
-
রক্তে লালে লাল হয়েছিল সেদিন ঊপচে পড়া ফোরাতের জল
লাশের সারি দেখে আকাশ জমিন হয়েছিল শোক বিহ্বল।
-
শিশু আছগর পানির পিপাসার ছটপট করে জীবন বির্সজন দিল।
অবনত নয়,সত্য-ন্যায়ের শির চির উন্নত শিশু আছগর দেখিয়ে দিল।
-
সত্য-ন্যায়ের পতাকা হাতে প্রতিবাদী হয়েছিল নবীর অনুসারী যারা
জুলুম শোষণ নির্যাতনে ইয়াজিদের হাতে রেহাই পায়নি তারা।
-
যতদিন সত্যের কালেমা বুকে নিয়ে তুলে ধরবে সত্যের শ্লোগান
ততদিন এজিদ আসবে সীমার আসবে সমুলে করে দিতে ম্লান।
-
মহরম আসে কারবালা কাঁদে ফোরাতের জল হয় লাল
সত্য রুখতে আজো এজিদ সীমাররা ছাড়েনি তো হাল।
-
এজিদ সীমার আজো আছে থাকবে ততদিন
সত্য-ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম চলবে যতদিন।
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন