"আমার দেশে"র সৎকার হল
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০১ নভেম্বর, ২০১৪, ০৪:৪৩:৫২ রাত
"আমার দেশ" মৃত লাশের
সৎকার হল আজ
মৃত্যুপুরী বাংলাদেশের
তোমরা রাজাধিরাজ।
-
বন্ধ করেও "আমার দেশ"
হল না তোদের শেষ
আগুন দিয়ে পুড়িয়ে এবার
রাখলে না আর রেশ।
-
পরমতের প্রতি তোমরা
এত ভিতশ্রদ্ধ কেন?
মত প্রকাশের স্বাধীনতা
গণতন্ত্র নয় যেন ?
-
মাহমুদুর রহমান আর কত
থাকবে জেলে বন্ধি?
মেরে ফেলার জন্য এবার
করছ নাকি ফন্দি।
-
জাতির বিবেক কলম সৈনিক
তোমরা কোথায় আজ
সত্য প্রকাশে কলম হাতে
সাজতে হবে রণ সাজ।
৩১/১০/২০১৪
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাতির বিবেক সাংবাদিকরা-
স্বার্থের পিছু আজ!
এমন বিবেক চাইনা আমরা-
ওদের মাথায় পড়ুক বাজ!!
স´বভাবতঃই তারা আজ পৃথিবীর নিকৃষ´টতম ক´রীতদাস আর আগামীতে কারেকশান না হলে - নির´ঘাত পশুতুল্য কোন নপুংশুক এ পরিনত হবে বলে আমার বিশ´বাস।
মাহমুদুর রহমানের কথাতো ভুলেই বসেছে মানুষ!
মন্তব্য করতে লগইন করুন