ক্ষমা করো হে রণবীর ‘ভাষা মতিন’
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১০ অক্টোবর, ২০১৪, ০১:৩৩:৫৬ রাত
ক্ষমা করো তুমি আমাদের
হে রণবীর ‘ভাষা মতিন’
দূর্ভাগা জাতি মোরা, এখন
হয়েছি এক-দুই-তিন।
-
জীবনের মায়া তুচ্ছ করে
রণাঙ্গনে লড়েছিলে
রাষ্ট্রভাষা বাংলার দাবীতে
ইতিহাস রচেছিলে।
-
ভেঙ্গেছিলে সেদিন হায়েনাদের
জারি ১৪৪ ধারা
দাবী আদায়ে অনঢ় তুমি বরণ
করেছিলে কারা।
-
আজ মনের সুখে কথা বলি,
গাই মায়ের ভাষায় গান
ভূলে গেছি ইতিহাস মোরা,
রাখিনি তোমার সম্মান।
-
অপমানে অবহেলায় চলে গেলে,
রাখতে পারিনি মান
স্বার্থপর কপট মোরা ,নেই ঐক্য
হয়েগেছি খান খান।
-
যাবার বেলা যারা দেয়নি
তোমায় রাষ্ট্রীয় সম্মান
হায়েনাদের রক্তের তারা
জাতির জন্য অপমান
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমায় রাষ্ট্রীয় সম্মান
হায়েনাদের রক্তের তারা
জাতির জন্য অপমান
আমরা সম্মানিতদের সম্মান করতে জানি না বলেই জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ছি। কবিতা ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন