কারাগারের তাজ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৮ অক্টোবর, ২০১৪, ০৩:৩১:২৪ রাত
দেশের জনগণ বন্দি
আজি বদ্ধ কারাগারে
সন্ত্রাসীরা গোঁফ তা দিয়ে
লেজ উঁচিয়ে নাড়ে।
-
নানা রঙ্গের ভেলকিবাজি
করতে পারে যারা
মন ভোলানো কথা বলে
আঘাত করে তারা।
-
সন্ত্রাসীদের কোলে বসিয়ে
আদর করেন যিনি
ভদ্রলোকদের শাস্তি দিতে
পিছপা হন নি তিনি।
-
রাতের বেলা চক্ষু মেলে
দেখেন তিনি সব
দিনের বেলা ঘুমপাড়ানি
গানের তোলেন রব।
-
কারাগারের দুঃসহ স্মৃতি
মনে পড়ে আজ
দেশটা আজি পরছে মাথায়
কারাগারের তাজ।
বিষয়: বিবিধ
৮৮৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আদর করেন যিনি
ভদ্রলোকদের শাস্তি দিতে
পিছপা হন নি তিনি।
চরম বলেছেন ভাই চরম।
মন্তব্য করতে লগইন করুন