বেরিয়ে আসছে থলের বিড়াল
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১১:২০ রাত
একে একে বেরিয়ে আসছে
থলের বিড়াল সব
হারিয়ে যাওয়া সত্যগুলো
তুলছে কেমন রব !
-
৭১এর ভেতরে-বাইরে ছিল
অজানা কত সত্য
খন্দকার চাচা ফাঁস করিলেন
সকল অজানা তথ্য।
-
মুক্তিযুদ্ধারা সকলে যদি
ছিল পাকি’র দালাল
কেমনে হল দেশ স্বাধীন
কে ছিল তার আলাল?
-
আর কতকাল চলবে খেলা
মুক্তিযুদ্ধ নিয়ে
ত্রিশ লাখ মানুষ করল কি ভুল
যুদ্ধে জীবন দিয়ে ?
-
আমরা যারা এই প্রজন্ম
দেখিনি মুক্তিযুদ্ধ
কেমনে মোরা বুঝব ইতিহাস
কোনটা ভুল শুদ্ধ ?
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখবে মাথার পর,
রাজাকারের লম্বা লাইন,
হচ্ছে লম্বাতর৷
সত্য কথা ফাঁস করলে,
রাজাকার বলে,
সত্যি কারের যোদ্ধারা
আসবে সবাই চলে৷
মন্তব্য করতে লগইন করুন