বেরিয়ে আসছে থলের বিড়াল

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১১:২০ রাত



একে একে বেরিয়ে আসছে

থলের বিড়াল সব

হারিয়ে যাওয়া সত্যগুলো

তুলছে কেমন রব !

-

৭১এর ভেতরে-বাইরে ছিল

অজানা কত সত্য

খন্দকার চাচা ফাঁস করিলেন

সকল অজানা তথ্য।

-

মুক্তিযুদ্ধারা সকলে যদি

ছিল পাকি’র দালাল

কেমনে হল দেশ স্বাধীন

কে ছিল তার আলাল?

-

আর কতকাল চলবে খেলা

মুক্তিযুদ্ধ নিয়ে

ত্রিশ লাখ মানুষ করল কি ভুল

যুদ্ধে জীবন দিয়ে ?

-

আমরা যারা এই প্রজন্ম

দেখিনি মুক্তিযুদ্ধ

কেমনে মোরা বুঝব ইতিহাস

কোনটা ভুল শুদ্ধ ?

বিষয়: বিবিধ

৯৮৯ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262513
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩০
নয়া জামানার ডাক লিখেছেন : R8 brother.
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩৯
206334
বদরুজ্জামান লিখেছেন : thanks
262521
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:০০
কাহাফ লিখেছেন : সত্যকে হয়তো ধামাচাপা দেয়া যায় কিন্তু আজীবনের জন্যে মিটিয়ে দেয়া যায় না।
০৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৩
206348
বদরুজ্জামান লিখেছেন : ঠিক বলেছেন ভাই। ধ্ন্যবাদ
262547
০৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৩৯
শেখের পোলা লিখেছেন : আর কটাদিন সবুর করো
দেখবে মাথার পর,
রাজাকারের লম্বা লাইন,
হচ্ছে লম্বাতর৷
সত্য কথা ফাঁস করলে,
রাজাকার বলে,
সত্যি কারের যোদ্ধারা
আসবে সবাই চলে৷
262580
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
আমি মুসাফির লিখেছেন : যে লোক মুক্বিাহিণীর সর্বাধিনায়বের ২য় সারিতে ছিল এবং রণাঙ্কণে স্বশস্ত্র যুদ্ধ করেছিল সত্য প্রকাশ করায় সে এখন কেমনে রাজাকার হয় ? আবার সেই রাজাকর পরিকল্পনা মন্ত্রীত্ব পান আওয়ামীদের দ্বারা । তা ছাড়া ক্টের কমান্ডার থেকেই বা তাকে কিভাবে বহিস্কার করা যায় । সে তো বাস্তবে সেক্টর কমান্ডরাই ছিলেণ। হায়রে হাম্বালীগ । তোর কি সব পাগল হয়ে গেলি নাকি?
262581
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
আমি মুসাফির লিখেছেন : যে লোক মুক্বিাহিণীর সর্বাধিনায়বের ২য় সারিতে ছিল এবং রণাঙ্কণে স্বশস্ত্র যুদ্ধ করেছিল সত্য প্রকাশ করায় সে এখন কেমনে রাজাকার হয় ? আবার সেই রাজাকর পরিকল্পনা মন্ত্রীত্ব পান আওয়ামীদের দ্বারা । তা ছাড়া ক্টের কমান্ডার থেকেই বা তাকে কিভাবে বহিস্কার করা যায় । সে তো বাস্তবে সেক্টর কমান্ডরাই ছিলেণ। হায়রে হাম্বালীগ । তোর কি সব পাগল হয়ে গেলি নাকি?
262611
০৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৩
হতভাগা লিখেছেন : মুক্তিযোদ্ধার সংজ্ঞা নতুন ভাবে লিখিত আকারে আসছে । তখন আমরা দেখবো যে ,অনেককেই যাদের আমরা মুক্তিযোদ্ধা মনে করতাম তারা আসলে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পড়ে না ।
262776
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File