মানুষের মাঝে বন্য কেন
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২২ আগস্ট, ২০১৪, ১২:৫০:০২ রাত
চেহারাটা দেখতে যেন
হিংস্র প্রাণী বন্য
তবুও তো সে জাতির নেতা
কেমন অনন্য।
-
মাতাল বেশে মঞ্চে উঠে
মনের সুখে বিড়ি টানে
বক্তৃতা দেয় আবোল-তাবোল
তাকায় বন্য ধ্যানে।
-
সাংবাদিকদের যত্রতত্র
বকে বন্য ভাষায় ;
জাতির বিবেক কেমনে
থাকে সভ্য আশায় ?
-
বনে থাকবে বন্যরা সব
এটাই স্বাভাবিক ;
মানুষের মাঝে বন্য কেন ?
ধিক শত ধিক ।
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন