গাঞ্জাবাবা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ আগস্ট, ২০১৪, ০৩:১০:২৩ রাত

গাঞ্জাবাবা মন্ত্রী হয়ে

উল্টাপাল্টা বকতেছে

মঞ্চে উঠে মনের সুখে

গাঞ্জাতে ফু্ঁক মারতেছে।

,

অষ্টম শ্রেনী পড়ে বাবা

শিক্ষিত গুণী দাবী করতেছে

রামছাগল আর গাধাগুলো

হাসতে হাসতে মরতেছে।

,

জাতির বিবেক সাংবাদিকদের

খবিস-রাবিশ বলতেছে

অকথ্য ভাষায় গালাগালিতে

ইতর-কমিন ফেল করতেছে।

,

আসলে কে খবিস-রাবিশ

দেশের মানুষ বুঝতেছে

সময় মতো শিক্ষা দিতে

জনগণ এক হইতেছে।

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256612
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৫
কাহাফ লিখেছেন : হা........হা.......হা....... দারুণ ..........।
২২ আগস্ট ২০১৪ রাত ১২:৫৯
200591
বদরুজ্জামান লিখেছেন : ধন্যবাদ কাহাফ ভাই।
256624
২১ আগস্ট ২০১৪ সকাল ১০:৩২
হাসান কবীর লিখেছেন : ওরা মঞ্চে উঠার জন্য জনগণের প্রয়োজন হয় না। হাসিনার দাসে পরিণত হওয়া প্রমাসনই যথেষ্ট।
২২ আগস্ট ২০১৪ রাত ০১:০০
200592
বদরুজ্জামান লিখেছেন : ঠিক বলেছেন।
২২ আগস্ট ২০১৪ রাত ০১:০১
200593
বদরুজ্জামান লিখেছেন : ঠিক বলেছেন।
আপনাকেও মারহাবা ।
256626
২১ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৩
হাসান কবীর লিখেছেন : তবে আপনি আমার তরফ থেকে একটি মারহাবা পেতে পারেন।
256636
২১ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৭
নিশিকাব্য লিখেছেন : Cheer Cheer ৩ টি ধন্যবাদ দিলাম।
২২ আগস্ট ২০১৪ রাত ০১:০৩
200594
বদরুজ্জামান লিখেছেন : তিনটি ধন্যবাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File