নেত্রী আমার

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৪ আগস্ট, ২০১৪, ০৪:০৫:০২ রাত

নেত্রী আমার কথা বলেন

মুখের ভাষা বড় মিষ্টি

তার মতো মিথ্যা বলতে

হয়নি তো কেউ সৃষ্টি।

-

নয়তো তিনি কাজের কাজি

যদিও তিনি ধরেন বাজি

দেশ বিকানোর সকল খেলায়

বিনা শর্তে হলেন রাজি।

-

নেত্রী আমার বেজায় ভালো

ভালো সকল খেলায়

দেশের কাজে নয়তো তিনি

দেশ বিরোধী মেলায়।

-

দমন পিড়ন চালান তিনি

পুলিশ র‍্যাব দিয়ে

বিরোধীদের খুন করান

দলীয় লোক নিয়ে।

-

নেত্রী আমার সবার সেরা

সবার সেরা সব কাজে

ভেলকিবাজি করতে জানেন

সাজেন তিনি সব সাজে।

বিষয়: বিবিধ

৮৪৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250653
০৪ আগস্ট ২০১৪ সকাল ০৭:২৪
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File