স্বপ্নে এসো মা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০১ আগস্ট, ২০১৪, ০৩:৪৩:৫৯ রাত

মা তুমি কেমন আছো জানি না।

স্বপ্নে এসে কেনো বলো না ?

এখন আর কেউ আদর-সোহাগ করে না

তোমার মতন কেউ ভালবাসে না।

-

পৃথিবীতে এমন আপন কেউ হয় না

আমার দুঃখে দুঃখী,সুখে সুখী কেউ হয় না।

কতদিন হল মা'র হাসি মুখ দেখি না

হ্রদয় জুড়ে প্রশান্তি আর বয় না।

-

এ কেমন হাহাকার আর সয় না

স্বপ্নে মা প্রতিদিন কেনো এসো না।

খোকা বলে এখন আর কেউ কাছে ডাকে না

তুমি ছাড়া অসহায়,দুঃসহ যাতনা আর সয় না।

-

তবু মাগো ভালো আছি; তুমি ভেবো না।

তোমার সাথে এ জগতে দেখা হবে না ।

মা'কে জান্নাত দাও খোদা রাত-দিন করি কামনা

মা'র চরণে জান্নাত দিয়ে মোর পুরাও বাসনা।

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249801
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:২১
ভিশু লিখেছেন : রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা!
Praying Praying Praying
249855
০১ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৮
বাজলবী লিখেছেন : অামিন।
249872
০১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
249900
০১ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩০
সন্ধাতারা লিখেছেন : May Allah give jannatul ferdous to your mom. Jajakalla
249939
০১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
আফরা লিখেছেন : রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File