তোমার শক্তি দেখাও গাজা'য়
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৩ জুলাই, ২০১৪, ০৩:৫১:২৯ রাত
তোমার আরশ কি কাঁপে না একবার
ফিলিস্তিনী ওই শিশুদের লাশ দেখে?
যারা বড় হতে চেয়েছিল আপন ভূ-খন্ডে
অনাগত সুন্দর দিনের স্বপ্ন এঁকে।
-
তুমি কি বুঝ না নির্যাতিত মানুষের
আর্তনাদের প্রকম্পিত আকাশ-বাতাস,
হায়েনাদের ছুঁড়া বোমা আর গুলিতে
গাজা'র মানুষের হা-হুতাশ।
-
তুমি কি দেখ না বোমার আঘাতে ঝাঁঝরা
বুকে হামাগুড়ি দেয় বৃদ্ধ-শিশু-নারী,
কি অপরাধে চারিদিকে ধোঁয়া অগ্নিকুন্ডে
পুড়ছে তাদের বসত-বাড়ী।
-
তুমি কি দেখ না মায়ের লাশের
পাশে অবুঝ শিশুরা কাঁদছে,
পিতার কোলে ক্ষত-বিক্ষত
শিশুদের লাশের বোঝা বাড়ছে।
-
যদি তুমি দেখ,বুঝে থাকো সব;
হও রহমান কিংবা সর্বশক্তিমান,
তোমার শক্তি দেখাও একবার গাজা'য়
জালিমের শক্তি ভেঙ্গে করে খানখান।
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন