স্বর্গের চরণে স্বর্গ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৩ জুলাই, ২০১৪, ০৩:২৬:৪৮ রাত
আমি সে পথে হারিয়ে যেতে চাই
যে পথে হারিয়ে গেছে আমার স্বর্গ
আমি দেখেছি স্বর্গের চরণে আমার স্বর্গ ।
-
স্বর্গহীন জীবণ মানে নরকের দগ্ধ যন্ত্রণা
বুকের ভিতর এখন নরকের দগ্ধ যন্ত্রণা
চারিদিকে অগ্নিস্ফূলিঙ্গ আমি দগ্ধ হচ্ছি;
কিন্তু আমি ভষ্ম হতে চাই না
আমি হারিয়ে যেতে চাই আমার স্বর্গের পথে
আমি দেখেছি স্বর্গের চরণে আমার স্বর্গ ।
-
আমি নিঃসঙ্গ তৃষ্ঞাত সাহারার মাঝখানে এখন একা
আমি গভীর অরণ্যে হিংস্র বন্যদের মাঝখানে এখন একা।
আমার চৌচির মস্তিস্ক আকাশ ফাঁটা আর্তনাদ কেউ শুনেনা,
শুধু শুনে আমার স্বর্গ
তাই আমি হারিয়ে যেতে চাই আমার স্বর্গের পথে
আমি দেখেছি স্বর্গের চরণে আমার স্বর্গ ।
-
আমি স্বর্গ ভ্রষ্ট নই;
আমি স্বর্গ হারানো পথিক উদ্বাস্তু উম্মাদ
আমি এখন হাহাকার বয়ে বেড়াই
আমি আপাদমস্তক ক্ষতবিক্ষত
আমি দগ্ধ হচ্ছি
কিন্তু ভষ্ম হতে চাই না
আমি হারিয়ে যেতে চাই আমার স্বর্গের পথে
আমি দেখেছি স্বর্গের চরণে স্বর্গ ।
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন