সবুজের ছন্দে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৮ জুন, ২০১৪, ০৩:১৫:৪৬ রাত
ক্যাম্পাসে আজো আছে
সবুজের মেলা
শুধু নেই তুমি-আমি
করবো যে খেলা ।
-
একদিন বর্ষাতে অঝোরে
ঝরছিল বৃষ্টি
মনে আছে সেইদিন
কেড়েছিলে দৃষ্টি।
-
নিত্যই নাচতে তুমি
সবুজের ছন্দে
কাঁপতো যে বুক মোর
তাকানোর দ্বন্দ্বে।
-
সময়ের স্রোতে আজ
ভেসে গেছে সব
স্মৃতিগুলো বুকের মাঝে
করে কলরব ।
বিষয়: বিবিধ
৯৩০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন