নষ্ট বেষ্টিত বিবেক যুদ্ধে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৫ জুন, ২০১৪, ১১:০০:৫৫ রাত
নষ্ট বেষ্টিত বিবেক যুদ্ধে নষ্টের উল্লাস,
প্রবোধ প্রাণে নির্বোধ নিঃশ্বাসে আড়ষ্ট প্রচেষ্টা।
-
মস্তিষ্কে নগ্ন উত্তাপ বয়ে বেড়ে উঠছে ভবিষ্যত
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বিপদসীমার
উপরে ক্যান্সার আক্রান্ত মুর্মূষু পৃথিবী
মানুষ বহনে অক্ষম ঘোষনা সময়ের ব্যাপার।
-
নষ্ট সময় ধারণ করে বিষাক্ত হয় বাতাস
নষ্ট বেষ্টিত বিবেক যুদ্ধে জিততে হবে
না হয় কালের গহবরে কতকাল
হারিয়ে যাবো কেউ জানে না।
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন