রক্তে বিধৌত স্বপ্নরাশি

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৮ মে, ২০১৪, ১১:০৪:৫২ রাত

আঘাত আসবে,

ঝড়ো হাওয়ায় বইবে সুনামি,

বিপুল ধ্বংসযজ্ঞে ভাঙ্গবে

ভাসবে অঙ্কুরিত স্বপ্নরাশি,

তবুও সম্মুখ যাত্রা দ্বিধার পাহাড় ভেঙ্গে

সীমানার ওপ্রান্তে বাঁধ ভাঙ্গা

জোয়ারে হাসবে প্রকৃতি ।

পলাশ শিমুল রক্ত রঙের পথ মাড়িয়ে

সীমাহীন যাত্রার সূচিত সূচনা ,

রক্ত স্রোতে বিধৌত স্বপ্নরাশি ,

আঁধার রাত্রি পাড়ি দিতে উদ্যত

অবিরাম ছুটে চলা ।

আরো অসংখ্য রক্ত নদী ...

তারপর আলোর হাতছানি,

স্বপ্নদের যৌবন উদ্যাম তরঙ্গে

ফুটবে হাসি রাশি রাশি

জাগবে প্রানে উল্লাস ধ্বনি

স্বর্গ সুখের উচ্ছ্বাস

থামবে না আর কোন দিন।

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227732
২৮ মে ২০১৪ রাত ১১:৩৭
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : বাহ!উদ্যমী জীবন সাফল্যে ভরপুর!
227748
২৯ মে ২০১৪ রাত ১২:১৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আঘাত আসবে, ঝড়ো হাওয়ায় বইবে সুনামি,
বিপুল ধ্বংসযজ্ঞে ভাঙ্গবে ভাসবে অঙ্কুরিত স্বপ্নরাশি,
তবুও সম্মুখ যাত্রা দ্বিধার পাহাড় ভেঙ্গে
সীমানার ওপ্রান্তে বাঁধ ভাঙ্গা জোয়ারে হাসবে প্রকৃতি ।

প্রতিবাদী কণ্ঠ বোঝাই গেলো কবিতা পড়ে। Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File