পহেলা মে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০১ মে, ২০১৪, ১২:৫৯:০৩ রাত
যাদের ঘামে দুনিয়া জুড়ে সচল চাকা
তাদের বুকটা আজকে কেন বড়ই ফাঁকা।
যাদের শ্রমে অট্রালিকা আকাশ ঢাকে
তারাই আবার দীর্ঘশ্বাসে তাকিয়ে থাকে।
যাদের বুকে তীর বিদিয়ে বর্জুয়ারা সুখ পায়
বিদ্ধ তীরে ওদের সুখে তারাই গান গায়।
এ কোন খেলা চলছে আজি দুনিয়া জুড়ে
আর কতকাল চলবে খেলা গায়ের জোরে ।
আর কতকাল শোক বয়ে আসবে পহেলা মে
চোখের কোনে স্বপ্ন নিয়ে থাকবো কত চেয়ে।
বিষয়: বিবিধ
৮৩৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন