বন্ধু হবে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৮ এপ্রিল, ২০১৪, ০৩:৩৪:১১ রাত
আকাশ কুসুম কল্পনাতে
তুমুল ভাবনার জল্পনাতে
হাঁটতে হাঁটতে হাঁটবো আরো
জগতটা কি অন্য কারো ?
ভাবছো কি ?
বন্ধু নয় অন্য অন্য কিছু
হাঁটবো তোমার পিছু পিছু।
এমনি সময় যাচ্ছে চলে
সকাল দুপুর বিকেল বেলা
চোখের মাঝে সাদা কালো
সোনালী রঙ করছে খেলা।
আকাশ দেখে চমকে উঠো
সাগর নিয়ে ভাবো
ভাবছো নাকি সাগর মাঝে
মুক্তো খুড়ে পাবো ।
কাব্য গাঁথা কল্পনাতে
আমি নয়, তাহলে কি অন্য কেহ ?
মনের সুখে হাওয়ার মাঝে
উড়ন চণ্ডী ভাসছি দেখো।
কল্পনাতে সুখ বয়ে যায়
পথের শুরু সুখের লগ্ন
বন্ধু হবে হাঁটছো কি তাই
হাঁটতে হাঁটতে বিভোর মগ্ন।
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন