মানুষ এখন...
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৬ এপ্রিল, ২০১৪, ০২:৪১:০২ রাত
জীবণ মানে ভন্ডামী আর
ধ্বংসযজ্ঞের খেলা
মানুষ মানে রঙ্গালয়ের
ভাসমান কোন ভেলা।
নোংরা জলে সাঁতরে মানুষ
ময়লা গায়ে মাখে
নোংরা তুলি ময়লা দিয়ে
নোংরা ছবি আঁকে।
মানুষ এখন আকাশ পানে
আঁধার খুঁজে থাকে
আঁধার কালো জ্যান্ত মানুষ
আঁধার কাছে রাখে।
মানুষগুলো মানুষ থেকে
লক্ষ যোজন দূরে
তবুও মানুষ মানুষের কাছে
কোন সে বীনার সুরে?
১৫/০৪/২০১৪
বিষয়: বিবিধ
৮৮৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন