নষ্ট খেলা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৫ এপ্রিল, ২০১৪, ০২:০৭:৪৭ রাত
নষ্ট খেলায় মেতেছে তারা
ভ্রষ্ট পথে এঁকে পদচিহ্ন
সভ্য এখনো নয়তো অনেকে
জগৎ তাদের ভিন্ন।
মানুষ হত্যায় রেকর্ড গড়ে
সেঞ্চুরী করে ধর্ষনে
মূর্মুষূ মানবতা আজ
দানবের দন্ত চর্বনে।
কান্ডারী এখনো ঘুমিয়ে আছে
মানুষের লাশের পাশে
যজ্ঞ করে শয়তান আজ
গোঁফে তেল দিয়ে হাসে।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন