কষ্ট ভালবাসি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৪ এপ্রিল, ২০১৪, ০২:১৪:৩৫ রাত
কষ্ট যখন নিত্যসাথী
কষ্ট ভালবাসি
সুখের মাঝে কষ্ট পেলে
প্রাণখুলে হাসি।
সুখের মাঝে সুখ নেই এখন
কষ্টের মাঝে সুখ
তাইতো আমি সুখ খুঁজিনা
খুঁজি এখন দুঃখ।
সুখ দিয়ে কষ্ট কিনি
কষ্ট ভালবাসি
দুঃখ-সুখে কাটছে জীবণ
প্রাণ খুলে তাই হাসি।
০৩/০৪/২০১৪
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইন্না মা'আল উসরি ইউসরা...
মন্তব্য করতে লগইন করুন