মস্তিষ্কের স্বাধীনতা চিন্তা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৮ মার্চ, ২০১৪, ০৬:১৩:১৭ সকাল
মৃত্তিকার ভিতর কান্নার আওয়াজ নিস্তব্ধতা ভেঙ্গে দেয়
অমাবশ্যার আকাশের বারিবর্ষণে প্রবাহিত বারিধারা
আদিকাল থেকে ছড়িয়ে পড়া আলোর ঝলকানিতে
রচিত ইতিহাস এখন মুখে মুখে পঠিত।
চোখের চাহনিতে অপরুপ স্নিগ্ধতার আবরণ
যেখানে অন্ধকারাচ্ছন্ন সবগুলো জনপদ,
স্মৃতিগুলোর বাক্সে ইদুঁরের উপদ্রব ক্রমশই বাড়ছে
হ্যমিলনের বাঁশীওয়ালার নিরুত্তাপ শরীর
অথচ মানুষের কঙ্কাল বহণ করে বহুকাল শরীরের উষ্ঞতা ।
মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটে এখন স্বাধীনতা চিন্তায়
ভাবতে অবাক লাগে কি করে স্বাধীনতা শব্দটি এ্যত প্রিয় হয় ?
বিষয়: বিবিধ
৮৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন