৫ জানুয়ারীর নির্বাচন বাতিল,দেশব্যাপী গণহত্যা বন্ধ ও সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে প্যারিসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৬ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৬:০৪ রাত
বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন লঙ্ঘন একদলীয় প্রহসনের নির্বাচন বন্ধ এবং স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাস,লুটপাট ও দেশব্যাপি গণহত্যার প্রতিবাদে গত ৫ জানুয়ারী রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের "প্লাস দু লা রিপাবলিক"এ
বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
"ফোরাম ফর দি ডেমোক্রেসী এন্ড হিউম্যান রাইটস" ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন -
সরকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরুধীদল ও মত দমনের জন্য নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে।রিমান্ডের নামে চালানো হচ্ছে অমানবিক নির্যাতন।দলীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র উচিয়ে সারা দেশে মানুষ হত্যা করে নারকীয় তান্ডব চালাচ্ছে।দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাংচুর লুটপাট করে বিরুধীদলের উপর দোষ চাপাচ্ছে।
দেশ আজ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চায়নের মাধ্যমে
জননেতা আব্দুল কাদের মোল্লা কে ফাঁসী দিয়ে সরকার চরমভাবে মানবাধিকার নংঘন করেছে।
বক্তারা ফ্রান্সসহ সকল প্রবাসীদের কে নিজ নিজ অবস্থান থেকে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানান। বক্তারা বলেন-একদলীয় প্রহসনের নির্বাচন বাতিল না করলে এর জন্য সরকার কে চরম মূল্য দিতে হবে। তাছাড়া ক্ষমতাসীনদের দ্বারা বিরুধীজোটের উপর নির্যাতন বন্ধ ও
মানবাধিকার রক্ষায় আর্ন্তজাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন।
সংগঠনের সভাপতি আল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ মাহবুব হোসাইনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন-আব্দুর রহিম মিয়া,জুনায়েদ আহমদ,আব্দুল কাইয়ূম সরকার,এ টি এম রেজা,আবুল কালাম ফারাজী,সিরাজুল ইসলাম,হাজী হাবিবুর রহমান,সৈয়দ সাইফুর রহমান,এ্যডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন,আরিফুজ্জামান,মিজানুর রহমান,আয়েশা আক্তার,মিলি বেগম প্রমূখ।
বর্তমান সরকারের সন্ত্রাসী এবং যৌথবাহিনীর হত্যা নির্যাতন ও ধ্বংশ যঙ্ঘের ছবি সম্বলিত রংবেরঙ্গের ব্যানার প্যাস্টুন বহন করে প্যারিসের বিভিন্ন প্রান্ত থেকে
১৮দলীয় নেতা কর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক মহিলা ও
শিশুরা বিকেল ৩টায় সামাবেশ স্থলে জড় হতে থাকে।
সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদ ও একদলীয় প্রহসনের নির্বাচন বন্ধের দাবীতে মূর্হুমূহ শ্লোগানে মূখরিত হয়ে উঠে সমাবেশস্থল ।
সমাবেশে বাংলা মিডিয়া কর্মীরা ছাড়াও ফরাসী ও বিদেশী মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে সরকার কর্তৃক বাংলাদেশে বিরুধী জোটের উপর নির্যাতন বন্ধ ও মানবাধিকার রক্ষায় হস্তক্ষেপ কামনা করে ফরাসী সরকারের কাছে স্বারক লিপি প্রদান করা হয়।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন