ক্ষতবিক্ষত মানচিত্র
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৬ ডিসেম্বর, ২০১৩, ০১:২৮:২৪ রাত
মানবিকতা আজ পাশবিকতার আলিঙ্গনে,
আধুনিকতা ফিরে গেছে প্রাগৈতিহাসিকতায়,
মানুষ উল্লাসে মেতে উঠে জন্মদিনের পোষাকে,
আবর্জনাস্তুপে নবজাতকের বেঁচে থাকার আর্তনাদ
আমরা হারিয়েছি আমাদের পরিচয়
আমাদের জাতিসত্ত্বা। কেউ জানে না
এইমাত্র ভূমিষ্ঠ শিশুর পরিচয়।
রক্তের নেশায় উম্মত্ত রাজপথে রক্তপিপাসুরা
আকাশে শকুনের উৎসব,
ফনা উচিয়ে ধেয়ে রাজঘোখরা
সদর্পে ঘুরে বেড়ায় নেকড়েরা সর্বত্র।
আগ্রাসীদের নখের আঁছড়ে ক্ষতবিক্ষত
ত্রিশ লাখ শিল্পীর আঁকা মানচিত্র
কে জানে আমাদের স্বাধীনতার ভবিষ্যত কী?
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন