লাশ খাবে শকুন-চিলে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৯ ডিসেম্বর, ২০১৩, ০১:০৭:৫৭ রাত

উদ্বেগ-উৎকন্ঠায় আছে পুরো দেশটা

রাজনীতির এখেলা কোথা তার শেষটা।

হামলা-ভাংচুর প্রতিদিনই চলছে

পুলিশের গুলিতে জনগণ মরছে।

শুরু হলো প্রতিশোধ আর নয় প্রতিরোধ

তবুও কি হাসিনার জাগবেনা শুভ বোধ।

কপালে লিখা তার কত অজানা কাতরা

শীঘ্রই শুরু হবে বাবার পথে যাতরা।

লাশ তার রাখা হবে আড়িয়াল বিলে

মনের সুখে খাবে লাশ শকুন-চিলে।

ন ৮/১২/২০১৩

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File