হাতে ধর অস্ত্র
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০২ ডিসেম্বর, ২০১৩, ০৫:১৬:১০ সকাল
হরতাল অবরুধে চলছে যে দেশ টা
রাজনীতির হানা হানি কোথায় আছে শেষ টা
প্রতিদিন ই চলছে ভাংচুর খুন গুম
ষোল কুটি মানুষের চোখে আজ নেই ঘুম
আগ্রাসী কালো থাবা দেশের উপর পড়ছে
আকাশেতে শকুনেরা দল বেধে উড়ছে
হায়নারা রাজপথে সদর্পে ঘুরছে
স্বাধীনতার সূর্যটা কি শীঘ্রই ডুবছে ?
এখন আর সময় নাই ঘরে বসে থাকার
রং তুলি হাতে নিয়ে রঙ্গিন ছবি আকার
নেমে এসো রাজ পথে হাতে ধর অস্ত্র
শাহাদত কামনায় পরো যুদ্ধের বস্ত্র ।
বিষয়: বিবিধ
১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন