নিশুতিরাত

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৪ নভেম্বর, ২০১৩, ০৪:০৯:১০ রাত

নক্ষত্ররাজির আলোক বর্ষণে

রাতের নিস্তব্ধতা ভেদ করে

আপাদমস্তক আন্দোলন জাগায়

তোমার কম্পিত কোমল স্পর্শ;

একান্ত সংগোপনে দু'টি হ্রদয়ানুভূতি

অজানা পথ বেয়ে স্বশব্দে ক্লান্ত হয়।

মগজের মেঝেতে সারাক্ষণ

তোমার নৈঃশব্দ পায়াচারি

চিত্ত অনুরনিত করে,

স্বশব্দ ক্লান্ত নিঃশ্বাস বয়ে নিশুতিরাত

পরিণত হয় মহাকালের মহাকাব্যে।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File