কবি দিলওয়ার কে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৯ নভেম্বর, ২০১৩, ০৪:২৭:৩৯ রাত

এভাবেই তুমি চলে যাবে খুব তাড়া ছিল বুঝি

স্রষ্টার আহবানে অসীমের পানে চিরন্তন যাত্রা।

স্রষ্টার করুণার মাঝে অবগাহন

করেছ ভালবেসে স্রষ্টাকে.।

আমৃত্যু সৃষ্টির নেশায় উম্মত্ত ছিলে

মানুষের জন্য মানুষেরে ভালবেসে,

গণমানুষের সুপ্ত সম্পদ হয়ে এসেছিলে

চলে গেলে শূণ্য হাতে, দু'হাতে বিলায়ে

সৃষ্টিসম্ভার গণমানুষের মাঝে।

আর ফিরবে না জানি কোনদিন

এ যাত্রা যে না ফেরার চিরন্তন যাত্রা

যেখানে শেষ হয় সকল প্রতীক্ষার পালা।

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File