অনন্ত যাত্রা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৬ নভেম্বর, ২০১৩, ০৩:৪৩:৫৪ রাত
তুমি চলে গেলে, যেভাবে চলে যায় সময়
হয়তো দাঁড়াবে না কখনো সে পথে আর
যে পথে হাঁটে সবাই, ক্লান্ত হয়
আমিও হাঁটি, ক্লান্ত হই
মানুষ হাঁটে,দাঁড়িয়ে থাকে,হাতে হাত রেখে
মানুষ ভাসে সময়ের স্রোতে
কখনো একাকী,কখনো দু'জনার ।
তারপর ও মানুষ তাকায় অদেখা পথে
যেতে হবে তাই, অজানা পথে হাঁটে
কারো পথ শেষ হয়, কারো শুরুতেই শেষ হয়
অনন্ত যাত্রায় একে একে সবাই শরিক হয়।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন