এ কোন মানুষ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৩০:০৯ রাত

আয়নার মাঝে নিজের ছবি

উদাস চোখে তাকিয়ে দেখি

এ কোন মানুষ দাঁড়িয়ে আছে

দুপুর শেষে বিকেল ছুঁয়ে থমকে গেছে

সকাল-দুপুর কেমনে গেল

চোখ ফিরাতেই বিকেল এল।

সায়াহ্নের হাতছানিতে

হন্তদন্ত এ কোন মানুষ

চোখের ভাঁজে লুকিয়ে

আছে শোকের ফানুষ।

নয়তো আমি তাহলে কি অন্য কেহ?

ঝাপসা চোখে স্বপ্ন আঁকে

সায়াহ্নে সে দুপুর দেখে

গভীর রাতে দাঁড়িয়ে থাকে

সূর্যদোয়ের অপেক্ষাতে।

এ কোন মানুষ নয়তো আমি?

ভাবতে ভীষণ কষ্ট লাগে

তবুও মানুষ তাকেই ভাবে

একই মানুষ আয়নার মাঝে

উদাস চোখে স্বপ্ন আঁকে দাঁড়িয়ে থাকে ।

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File