মিশর জুড়ে লাশের পাহাড়

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৮ আগস্ট, ২০১৩, ০২:০১:০২ রাত



কামান,বারুদ,ছুটছে গুলি

রক্তের মাঝে ভাসছে লাশ

শাসন-শোষন-হত্যাযঙ্ঘে

মানবতার আজ নাভিশ্বাস।

কার ইশারায় হায়েনারা আজ

জ্বালিয়ে আগুন মারছে মানুষ

মিশর জুড়ে লাশের পাহাড়

চারিদিকে শোকের ফানুষ।

মুখোশ পরে দৈত্য-দানব

মানুষেরে করছে শাসন

রাজপথে ঐ লাশের মিছিল

কে করবে কারে দাফন?

নিতর-নীরব বিশ্ব বিবেক

মূমুর্ষূ আজ মানবতা

ধিক শত ধিক বিশ্ব মোড়ল

মুখোশ পরা দানবতা।

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File