আধাঁরের দিশারী
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৬ আগস্ট, ২০১৩, ০২:১৩:৫২ রাত
তোমাকে দেখিনি-
দেখছি ফ্রেমে বাঁধা তোমার ছবি
দেখছি তোমার আদর্শের সোনার
ছেলেদের হত্যা,লুন্ঠন,দখল,ধর্ষনলীলা ।
তুমি মিশে আছো ভুলোক-দুলোকের
অভিশপ্ত আত্মা হয়ে
তোমার প্রেতাত্মারা আজ
বাংলার ঘাড় মটকে খাচ্ছে ।
তুমি আধাঁরের দিশারী
তোমার নাম শুনে শীতল বাতাস বজ্র হয়,
আকাশ হারিয়ে ফেলে তার নীল ,
সবুজের বাংলায় বয়ে আসে ধাবানল,
নেমে আসে আসমানী গজব
আর শয়তান গোঁফে তেল দিয়ে হাসে।
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন