প্রস্তুতির কথা বলছি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২০ মে, ২০১৩, ০২:১৮:৪১ রাত
আমি আমার দেশের মানুষকে এক অনিবার্য
সংঘাত মোকাবেলার প্রস্তুতির কথা বলছি-
যে সংঘাত মোকাবেলার উপর নির্ভর করছে
আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ভবিষ্যত,
যে সংঘাত পিছনে রয়েছে সাম্রাজ্যবাদী-
আধিপত্যবাদী দোশরদের দীর্ঘ ষড়যন্ত্র।
আমি আমার দেশের মানুষকে এক অনিবার্য
গৃহযুদ্ধ মোকাবেলার প্রস্তুতির কথা বলছি-
যে যুদ্ধ সংঘটিত হলে দেশের মানুষ একে অপরের
দিকে ধেয়ে আসবে জল্লাদের শানিত তরবারী হাতে,
যে যুদ্ধ সৃষ্টির পিছনে আজ ভীষণ ব্যস্ত যারা
দেশের বন্ধু সেজে শত্রুর আলিঙ্গনে লিপ্ত তারা।
আমি আমার দেশের মানুষকে এক অনিবার্য
সংঘর্ষ মোকাবেলার প্রস্তুতির কথা বলছি-
যে সংঘর্ষ মোকাবেলার সফলতার উপর রচিত হবে
গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার ভবিষ্যত,
যে সংঘর্ষ সৃষ্টির পিছনে রয়েছে বাকশালী-
স্বৈরাচারীদের ভয়ংকর ছোবল।
আমি আমার দেশের মানুষকে এক অনিবার্য
ষড়যন্ত্র মোকাবেলার প্রস্তুতির কথা বলছি-
যে ষড়যন্ত্র বানচালের উপর নির্ভর করছে
রাজনৈতিক সম্পৃতি ও অর্থনৈতিক সমৃদ্ধির ভবিষ্যত,
যে ষড়যন্ত্র সর্বষ্টির পিছনে রয়েছে ফ্যাসিবাদী
সরকারের দেশী প্রভুদের প্রত্যক্ষ মদদ।
আমি আমার দেশের মানুষ কে ফ্যাসিবাদী,
স্বৈরাচারী,বাকশালীদের বিরুদ্ধে চুড়ান্ত
আন্দোলনের প্রস্তুতির কথা বলছি-
সংঘাত,গৃহযুদ্ধ,সংঘর্ষ,ষড়যন্ত্র মোকাবেলায়
বাকশালী সরকারের বিরুদ্ধে চুড়ান্ত
আন্দোলনের প্রস্তুতির কথা বলছি।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন