আমি দেখেছি শাপলা চত্বর

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৮ মে, ২০১৩, ০২:০৩:৪৫ রাত

আমি একাত্তর দেখিনি,পঁচিশে মার্চ দেখিনি-

আমি দেখেছি আটাশ অক্টোবর,

আমি দেখেছি আটাশ ফেব্রুয়ারী,ছয়ই মে।

আমি ইয়াসির,আম্মার কে দেখিনি,

আব্দুল মালিক কে দেখিনি-

আমি দেখেছি ইয়াসির,আম্মার,আব্দুল মালিকের

অসংখ্য উত্তরসূরী কে মতিঝিলের শাপলা চত্বরে,

পল্টনে, রাজপথে,অলিতে-গলিতে।

আমি ওহুদ প্রান্তর দেখিনি,কারবালা ময়দান দেখিনি-

আমি দেখেছি আটাশ অক্টোবরের পল্টন,ছয় মে'র মতিঝিলের শপলা চত্বর।

আমি হিটলারের এটম বোমা দেখিনি, আনবিক ক্ষেপনাস্ত্র দেখিনি-

আমি এটম বোমা,আনবিক ক্ষেপনাস্ত্রের আওয়াজ শুনেছি

শাপলা চত্বরে অন্ধকার গভীর রাতে।

আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিনি-

আমি দেখেছি বিশ্বযুদ্ধের লাশের পাহাড় পল্টনে শাপলা চত্বরে

ঢাকার অলিতে গলিতে

আমি আব্দুল্লাহ ইবনে উবাইদ কে দেখিনি-

আমি দেখেছি আব্দুল্লাহ ইবনে উবাইদের পোষাকে ফরিদ উদ্দিন মাসুদ কে

আমি ফেরাউন নমরুদ হিটলার কে দেখিনি-

আমি দেখেছি শেখ হাসিনা কে ।

আমি বারবার নিজের বিরুদ্ধে করেছি,

স্রষ্টার শক্তির প্রশ্নে অস্তিত্বের প্রশ্নে বজ্র হয়েছি

আবার নিজেকে সামলিয়ে নিয়েছি

কপালে ক্লান্তির ঘাম মুছে দাঁড়িয়েছি

দেখছি মানুষের চোখের চাহনিতে অগ্নিস্ফূলিঙ্গ,

ধেয়ে আসছে নূহের প্লাবন

আমি দেখছি আনবিক ক্ষেপনাস্ত্র মুখে

আবাবিল পাখির ঝাঁক

আমি দেখছি একেকটি লাশের বদলে জেগে উঠছে

অসংখ্য প্রদীপ্ত যুবক চোখে-মুখে স্বপ্নের হিড়িক।

আমি দেখছি জালিমের মসনদে ভূমিকম্প

আমি দেখছি বঙ্গোপসাগরের তীরে শেখ হাসিনার

বেওয়ারিশ লাশ নিয়ে শকুন আর কুকুরের কাড়াকাড়ি

আমি দেখছি পূর্বাকাশে কালিমা খচিত সোনালী রবি।

বিষয়: বিবিধ

১৬৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File