রণসাজ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০২ মে, ২০১৩, ০১:৩৩:০৫ রাত
নাস্তিক-মুরতাদরা বেঁধেছিল জোট
ক্ষমতায় আছে তারা চুরি করে ভোট;
সাড়ে চার বছরে তারা করল কি কাজ
ইসলাম নির্মুল খেলা খেলতেছে আজ।
দাদারা আসে যায় দেয় নানা মন্ত্র
শাহবাগীদের দিয়ে করে ষড়যন্ত্র;
নাস্তিদের বাঁচাতে সরকার খুব তৎপর
ক্ষোভে ফাটে দেশবাসী কি হয় যৎপর।
শহীদের স্বপ্নে গড়া এই দেশটায়
নাস্তিকদের দম্ভোক্তি কার ইশারায়;
আমাদের দেশটাকে দিতে নিরাপত্তা
ভূলে গেলে চলবে না আমাদের সত্ত্বা।
ষড়যন্ত্র জেনে গেছে দেশবাসী আজ
নাস্তিকদের রুখতে সাজে রণসাজ।
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন