মেনে নে তেরো দফা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০১ মে, ২০১৩, ০৪:৫০:৫৭ রাত

তেরো দফা দাবী শুনে

তুই বলিস কি?

তোর কথা শুনে মানুষ

বলে ছি ছি ছি ছি।

দেশবাসী বলছে তোকে

মুরতাদ এক;

তোহিদী জনতার ঢল

চারপাশে দেখ।

ভাল করে দেখ তুই

দুই চোখ মেলে;

শীঘ্রই যাবে তুই

জনতার জেলে।

ক্ষমতার মোহে তুই

করিস খেলা?

জনতার দাবীগুলো

করিস না হেলা।

মানুষের পিঠ আজ

ঠেকে গেছে দেয়ালে

চারিদিকে জনতা

চেয়ে দেখ খেয়ালে।

জুলুমের পথ তুই

এখনই ছেড়ে দে;

তেরো দফা দাবীগুলো

শীঘ্রই মেনে নে।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File