শিল্পীর শৈল্পিক বিচরণ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৯ এপ্রিল, ২০১৩, ০৩:১১:১৯ রাত



লজ্জার প্রলেপ মোড়ানো দেহের আকুতিতে মুগ্ধ শিল্পী

শৈল্পিক দৃষ্টিতে একে একে ঝরে পড়ে লাজ-লজ্জা স-ব,

পুলকিত দেহ-মন;মুগ্ধ চিত্তের উম্মত্ততা

এ যেন হাজার বছর প্রতীক্ষার অবগাহন।

রং তুলি হাতে শিল্পীর শৈল্পিক বিচরণ

তুলির নিখুঁত আঁছড়ে উপচে পড়ে সুখ;

নির্ঘুম রাত;সৃষ্টির নেশায় উম্মত্ত শিল্পী

শীঘ্রই জানান দেবেন অংকিত শিল্পকর্ম ।

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File