মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে প্যারিসে প্রতিবাদ সমাবেশ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২২ এপ্রিল, ২০১৩, ০৯:০৬:২৭ রাত
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কে অন্যায়ভাবে গ্রেফতার ও রিমাণ্ডে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের উদ্যোগে ২১মার্চ রবিবার প্যারিসের বি সি সি হলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আব্দুল মান্নান আযাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক খান ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন
বাঙ্লাদেশ ফেদারেশনের আহবায়ক ডঃ মালিক ফরাজি, বাগপা চেযারম্ান এড.কাজি অব্দুল্লাহ আল মামুন্, চেম্বার অব কমার্স মেনেজিং ডিরেকটর এস এম হায়দর,শামসুল ইসলাম্,মাওলানা অব্দুল হামিদ্,কবি হারুনুর রশিদ্,লেখক সুহায়েল আহমদ সুহেল্,সমাজ সেব্ক অবুল কালাম অজাদ , খোর্শেদ আলম পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, মাহমুদুর রহমানকে গ্রেফতারের ঘটনাই প্রমাণ করে সরকার একদলীয় বাকশাল কায়েম করতে চায়। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃত অর্থে তারা দেশে বিরোধী মত সহ্য করতে পারছে না। তারা মাহমুদুর রহমানের সত্য-সাহসী লেখনী সহ্য করতে না পেরে নির্যাতনের পথ বেছে নিয়েছে। ।
ব্ক্তারা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান,ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম, সংগ্রাম সম্পাদক আবুল আসাদের নামে দায়ের করা উদ্দেশ্যমূলক
ও মিথ্যা মামলা প্রত্যাহার, ছাপাখানা খুলে দেয়া ও সব ধরনের হয়রানি বন্ধ করে আমার দেশ প্রকাশের সুযোগ করে দেয়া এবং প্রেসের গ্রেফতার করা ১৯ কর্মচারীকে মুক্তি দেয়ার জোর দাবি জানান।
বক্তারা বলেন,সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর অমানবিক ও পৈশাচিক নির্যাতনে আজ মাহমুদুর রহমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারা সেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
অন্যায়ভাবে আমার দেশ-এর প্রেস তালাবদ্ধ করে রাখা হয়েছে। প্রবীণ সাংবাদিক আবুল আসাদ ও মাহমুদুর রহমানের বৃদ্ধা মা মাহমুদা বেগমের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।
তিন দফা দাবিতে সাত দিন ধরে অনশন করায় তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এতে দেশবাসী মাহমুদুর রহমানের জীবন নিয়ে খুবই শঙ্কিত। সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করে,
তবে মাহমুদুর রহমানের তিন দফা মেনে নিয়ে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা উচিত। অন্যথায় মাহমুদুর রহমানের কিছু হলে এর সব দায়ভার সরকারকেই বহন করতে হবে।
এ সময় তারা মাহমুদুর রহমানকে সব মামলা থেকে অব্যাহতি দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন