বৈশাখী আকাশের প্রসব বেদনা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ এপ্রিল, ২০১৩, ১২:৫১:০০ রাত
চৈত্রের উষঞতা বক্ষে পোষে বসন্ত জাগিয়েছ মনে
গোপনে সাজিয়েছ আঙ্গিনা একান্ত আপন করে।
অতৃপ্ততায় জানালার পাশে দাঁড়িয়ে আছ
অসীম স্বপ্নে বিচরণ কর,
দখিনের মোলায়েম বাতাস ছোঁয়ে যায় ;
মাথার উপর দেখো বৈশাখী আকাশ
শুরু হল মেঘের প্রসব বেদনা
ভুমিষট হবে নিশপাপ বৃষটি
সিক্ত হবে চৈত্রের উষঞতা পোষে বক্ষ।
এসো হাতে হাত রাখি জেগে উঠি নব উচ্ছ্বাসে
সিক্ত করি পৃথিবী ভালবেসে সবসৃষটিকে।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন