সংখ্যালগুদের হামলা নিয়ে এত জল ঘোলা কেন?(আমার এ লেখাটি কিছুটা হলেও কনফিউশন দূর করবে।)
লিখেছেন লিখেছেন Bhabsi ki Hote Pare ১৯ মার্চ, ২০১৩, ১১:৪৯:২৯ রাত
আলীগ এবং বেশীর ভাগ মিডিয়া বলছে(উপযুক্ত তথ্য প্রমান ছাড়া) হামলা জামায়াত শিবির করছে।জামায়াত শিবিয় বলছে আলীগ হামলা করে তাদেয় নাম দিচ্ছে।উল্লেখ্য তারাও কোন তথ্য দেয়নি।আমি বা আমরা যারা কোন দল করিনা তারা সুনিদিঁষ্ট খবর পাচ্ছি না।আগে মিডিয়া থেকে সঠিক খবর পাওয়া গেলেও এখন তাদের আচরন পক্ষপাত মূলক হয়ে গেছে।এর কারনে জল আরো বেশী ঘোলাটে হয়ে গেছে।আমার এ লেখাটি কিছুটা হলেও কনফিউশন দূর করবে।
.
.
নোয়াখালীর রাজগন্জ,একজন প্রত্যক্ষদশীঁ এবং আমায় কথপোকথনঃ(পড়ার সুবিধার্থে শুদ্ধ বাংলায় লিখছি)
.
.
BKHP:আপনাদের এলাকায় তো হিন্দু বাড়ি পোড়ানো হয়।আসলে কে পোড়ালো সঠিক খবরতো আমরা পাচ্ছি না।
E.W:জামায়াত করেছে।এর কারন অবশ্য আছে।তবুও কারো ঘর-বাড়ি,মন্দির পোড়ানো অনুচিত।
BKHP:কি কারন?
EW:সাঈদীর রায়ের পর ঐ এলাকার হিন্দুরা সবাই কে মিষ্টি মুখ করায়।দেখ তোমার বাবার ফাঁসি দিল আর তোমার প্রতিবেশি মিষ্টি মুখ করবে এটা নিশ্চয় তোমার সহ্য হবে।আমি বিএনপির রাজনীতি করি এবং ব্যক্তিগত ভাবে মাওলানা সাইদীকে শ্রদ্ধা করে আমার নিজেরই এব্যাপারটা খারাপ লাগে।তার উপর ৯০ভাগ মুসলমানের দেশ।জামায়াত প্রচার করেযে মুসলমানদের মাওলানা ফাঁসিতে হিন্দুরা খুশি হয়ে মিষ্টি উত্সব করছে।এতে একজন সাধারন মুসলমানও তাদের উপর ঝাপিয়ে পড়বে।এরপর তারা ওদের বাড়িঘর মন্দির জ্বালিয়ে দেয় এবং স্থানীয় একটি হিন্দুদের স্বর্নের দোকানে লুটপাট চালায়।
BKHP:আমার ধর্মে আছে যারা অমুসলিমদের নির্যাতন করবে হাশরের দিন নবী(সঃ) তাদের বিরুদ্ধে অবস্থান নিবে।
EW:তাতো ঠিক দেখ অনেক শিবির কর্মীকে দেখি তারা ঠিকমত নামাজ পড়ে না কিন্তু সাঈদীর জন্য জীবন দিবে ওদের ভাষায় শহীদ হওয়া।আরে ব্যাটা নামাজ হচ্ছে আসল ।সাঈদীতো আর তাদের পাপ কাদে নিবে না।ঐদিন হিন্দুরা বাড়ি থেকে পালিয়ে মুসলিম বাড়িতে আশ্রয় নেই।
এই হচ্ছে ঘটনা
.
নোয়াখালী দত্তের হাটঃপ্রত্যক্ষ দশীঁ সূত্রে জানতে পারি ছাত্রলীগ দত্তের হাটের হিন্দু বাড়িতে হামলা লুটপাট চালিয়ে জামায়াতের নাম দেয়।এখানে অবশ্য মিষ্টি খাওয়ার ঘটনা ঘটেনি।ছাত্রলীগ শিবিরের উপর দোষ চাপাতে এ কাজ করে।
অর্থাত্ হামলা নিয়ে আলীগ জামাত দুদলের বক্তব্যই সঠিক।জল ঘোলার কারন মনে হয় এখন স্পষ্ট।
বিষয়: রাজনীতি
১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন