সাহবাগী ও ছাত্রশিবির জাতীয় সংসদে!!!

লিখেছেন লিখেছেন আব্দুল গফুর ১৯ মার্চ, ২০১৩, ১১:৪৯:২৮ রাত

একটি গনতান্তিক দেশে সবাইকে সমান ভাবে কথা বলার সুযোগ থাকা দরকার। বর্তমানে সাহবাগ কে কেন্দ্র করে যে বিতর্ক সুরু হয়েছে তা মাত্র সাহবাগী ও এর বিপক্ষকে এক সংগে কথা বলতে দেওয়া উচিত।কারন আমরা লক্ষ করছি যে যারা সাহবাগে স্লোগান দিচ্ছে এবং যারা এর বিরধিতা করছে তারা সবাই তরুন।এক দিকে সাহবাগে কঠোর নিরাপত্তার মধ্যে তারা তাদের মত প্রকাশ করছে অন্যদিকে অন্যি দিকে অন্যদল তাদের মত প্রকাশ করতে না পেরে রাস্তায় গুলি খেয়ে মরছে যা কোন একটি গনতান্তিক দেশে

কারো কাম্য হতে পারেনা।আমরা যদি বিশেষ ব্যবস্হায় এই দুই তরুন সমাজ কে আমাদের মহান জাতীয় সংসদে এক সংঙ্গে করে কথা বলার সুযোগ করে দিলে জাতি এই সমস্যার সমাধান খুজে পেতে পারে বলে মনে হয়।আমরা আর কোণ ভাইয়ের রক্ত দেখতে চাইনা।আসুন আমরা সবাই মিলে একটি শান্তিময় বাংলাদেশ গড়ি।

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File