আ-মি-রাজাকার!!!

লিখেছেন লিখেছেন আব্দুল গফুর ১৮ মার্চ, ২০১৩, ০৫:৩৪:৪৩ বিকাল

আমরা ইদানিং জামাত-শিবির কে নিয়ে নানা ধরনের কথা বার্তা মিডিয়ার মাধ্যমে শুনতে পারছি। তারা রাজাকার, দেশদ্রোহী,ধর্মব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি।আবার এটাও জানতে পারছি যে, তাদের নাকি আর্থিক প্রতিষ্টান গুলি বেশ শক্তিশালী।তাদের অর্থনৈতিক ভিত্তি বেশ মজবুত।আবার তাদের লোক জনই নাকিঐ প্রতিষ্টানে চাকরি করে।আবার শিক্ষামূলক অনেক প্রতিষ্টান রয়েছে ।যদি তাই হয় তাহলে আমরা বলতেই পারি তারাই প্রকৃত দেশপ্রেমিক। কেননা তারা আমাদের দেশের কষ্টার্জিত অর্থ অন্য দেশে পাচার করে নাই।আমাদের অর্থ আমাদের দেশের কল্যানেই ব্যয় করেছেন।কিন্তু অনান্য রাজনেতিক দলের ক্ষেত্রে এর বিপরীত টাই দেখাগেছে।এখন আমার প্রশ্ন হলো জামাত শিবির তো কখনো সরকার গঠন করে নাই তাতেই যদি এত কিছু করে থাকে আপনারা বার বার সরকারে এসে কি করেছেন?শুধু লুটে পুটে নিজের স্বার্থে বিদেশে সম্পদ গড়েছেন? জামাত শিবির সরকারে না থেকেই যদি এত সম্পদ গড়তে পারে, এত বেকারের কর্মসংস্থান করতে পারে তাহলে তাদেরকেই প্রকৃত দেশ প্রেমিক বলা যায়।

বিষয়: বিবিধ

১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File