কাদের সিদ্দিকী কি বললেন?
লিখেছেন লিখেছেন মুকুলসরকার ২০ মার্চ, ২০১৩, ১২:০২:১০ রাত
সুরঞ্জিত বাবু প্রথমে বললেন, নস্ট ছেলেরাই মুক্তিযুদ্ধ করেছে। ডা. ইমরানও সেই সূরে সূর মিলিয়ে বললেন নস্ট ছেলেরাই মুক্তিযুদ্ধ করেছে। তিনি বেগম জিয়াকে আরও বললেন, ম্যাডাম ভেবে দেখেন, নস্ট ছেলেদের পাশে এসে দাঁড়াবেন কিনা? অপর দিকে কাদের সিদ্দিকী বললেন সম্পূর্ণ উল্টো কথা। তিনি বললেন, নস্টরা নয় বরং ঈমানদার ও সাহসী ছেলেরাই মুক্তিযুদ্ধ করেছে। আমরা যতদূর জানি, কাদের সিদ্দিকী খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাকে বাঘা সিদ্দিকী নামেই লোকে চিনে। বঙ্গবন্ধুর খুব প্রিয়ভাজন ছিলেন এই সিদ্দিকী। কিন্তু বাবু সুরঞ্জিত কোথায় যুদ্ধ করেছেন আমরা জানি না। মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তার মন্তব্য কতটুকু বাস্তবসম্মত তা প্রশ্ন সাপেক্ষ। ওসমানী, জলীল, জিয়া কিংবা অন্যান্য যোদ্ধাদের সম্পর্কে যতটুকু জানা যায়, তারা স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত থাকার পরেও কেবল জাতিকে মুক্ত করতে মুক্তি যুদ্ধ করেছেন। সুতরাং তাদেরকেইতো নস্ট ছেলে বলা হল, যা কাম্য হতে পারে না।সুতরাং বাবুদের অনুসরণ করার ক্ষেত্রে ডা. ইমরানদের সতর্ক হওয়া প্রয়োজন । তানা হলে আবার কালো বিড়ালের খোঁজে নেমে পড়তে পারেন।
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন