আমার প্রিয় ব্লগার
লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ২১ জুন, ২০১৩, ১০:১৭:০১ রাত
বিডি ব্লগে এসে অনেক প্রতিভাবান, শিক্ষিত, বিজ্ঞ, অভিজ্ঞ ব্লগারের সন্ধান পেয়েছি। অত্যন্ত সহজ সরল মার্জিত ভাষায় অল্প কথায় যুক্তি ও বাস্তব উদাহরণ দিয়ে তথ্যবহুল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও সমসাময়িক বিবিধ বিষয় নিয়ে জ্ঞানগর্ভ বিশ্লেষণধর্মী আলোচনা। সুপ্ত বিবেককে ধাক্কা দিয়ে জাগ্রত করার বলিষ্ঠ পদক্ষেপ। অনুপ্রেরণার উত্স। এযেন নানান বর্ণের নানান গন্ধের ফুলের বাগান। একটা প্রশিক্ষণ কেন্দ্র, একটা স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান। Giving and taking system. জ্ঞান বিতরন কেন্দ্র। উন্নত চরিত্র গড়ার কারখানা। কেউ আবেগ তাড়িত হয়ে অশোভনীয় কিছু লিখলেই সাথে সাথেই দক্ষ প্রশিক্ষকের দৃষ্টি আকর্ষণ। যেন একটা শোধনাগার। বিভিন্ন লেখকের লেখায় বিভিন্ন ভাব ভঙ্গিমা বিষয়বস্তু থাকলেও সত্য ও সুন্দরের পক্ষে তারা সবাই নির্ভিক , মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন জাগ্রত সৈনিক। এসব দক্ষ ব্লগারদের লিখনীতে যেন আমার নিজের মনের অব্যক্ত কথাগুলোই বেরিয়ে আসছে। আর এসব দক্ষ অনুপ্রেরণাদানকারী প্রশিক্ষকবৃন্দকে আমার প্রিয় ব্লখারের তালিকায় রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ তাঁদেরকে দীর্ঘজীবি করুন।তাঁদের সাহস, জ্ঞান যোগ্যতা বাড়িয়ে দিন বহুগুণে যেন তাঁরা কলমি শক্তির দ্বারা উন্নত জাতি গঠনে বলিষ্ঠ ভুমিকা রাখতে পারেন।
বিষয়: বিবিধ
১৫১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন