অবিলম্বে আমার দেশ, দিগন্ত ও ইসলামিক টিভি খুলে দিন
লিখেছেন লিখেছেন Anwarulhaque67 ৩১ মে, ২০১৩, ১০:৩৪:৩৫ রাত
এ দেশের তৌহিদী জনতার প্রাণপ্রিয় দুটি টিভি চ্যানেল সত্য ও সুন্দরের পক্ষে শ্লোগান দিয়ে সুন্দর পৃথিবী গড়ার মহান উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে চলছিল।আমার দেশ পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার কারণে এদেশের সাধারন মানুষের মন জয় করেছিল। তথাকথিত নতুন প্রজন্মের ধ্বজাধারী শাহবাগিদের দাবীর মুখে নতি স্বীকার করে সরকার আমার দেশ পত্রিকা, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন বেআইনিভাবে বন্ধ করে দিয়েছে।জাতীয় দৈনিকের ১৫ জন বিশিষ্ট সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার ফোরামসহ দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ উক্ত সংবাদ মাধ্যমগুলো অবিলম্বে চালু করার জন্য জোর দাবী জানিয়েছেন।মিডিয়ার ওপর সরকারের চলমান পদক্ষেপকে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে আশংকাজনক হুমকি হিসেবে অভিহিত করে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। বিভিন্ন মহল থেকে জোর দাবী জানানো সত্ত্বেও সংবাদ মাধ্যমগুলো এখনো চালু হয়নি।আমার দেশ পত্রিকাটির প্রেসের তালা খুলে দিয়ে এর প্রকাশনা অব্যাহত রাখা এবং দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার চালু করার জন্য জোর দাবী জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন