## না জানি তাহলে তুমি কত সুন্দর ##

লিখেছেন লিখেছেন সত্যপিয়াসী ২২ জুন, ২০১৩, ১১:৪৪:৫৮ রাত

বিষণ্ণ মনে বাড়ি থেকে বের হলাম। প্রিয়জনদের ছেড়ে দূরে চলে যেতে হচ্ছে বিধায় মনটা বেদনার্থ। তার উপর প্রচণ্ড মাথা ব্যথা। কোন রকম বাজারে এসে এদিক সেদিক না থাকিয়ে সামনে চোখে পড়া রিক্সার উপর চড়ে বসলাম। কিছুদূর যেতে না যেতেই দেখা মেলল মায়াবী জোছনার। সারি সারি গাছের ফাঁক দিয়ে মেঘের পাহাড় ভেদকরে চাঁদটাকে মনে হচ্ছিল কোন আগ্নেয়গিরির লাভা বিচ্ছুরিত মুখ। সুমিষ্ট কোমল বাতাস যেন শরীরের সাথে মনটাকেও ছোঁয়ে যাচ্ছে বারবার। রিক্সাটাকে তখন মনে হচ্ছিল স্বর্গীয় বাহন। সব মিলিয়ে মনে হচ্ছে আমি যেন স্বর্গরাজ্যে ঘুরে বেড়াচ্ছি। এটা এমন এক পরিবেশ যেখানে অকবি মূহুর্থের মধ্যে কবি হয়ে উঠবে। যে লোক কখনো গান করেনি তার কণ্ঠে ফুটে ওঠবে মৃষ্টি মধুর গান। প্রেমবিমুখ ব্যর্থ প্রেমিক, যে কিনা বার বার প্রত্যাখ্যাত হওয়ার আঘাত সয়ে প্রেম কে ঘৃণা করতে শুরু করেছে, সেও আরেকটিবার প্রেমের জোয়ারে ভাসতে চাইবে। পাথর হৃদয়ও খানিকের জন্য মোমের মত গলে যাবে। কেঁপে ওঠবে ক্ষণে ক্ষণে। আমার কঠিন মনও, যার চোখের পানি এখনো পর্যন্ত কোন বন্ধু দেখেনি! কেঁপে ওঠেছে। চোখ দিয়ে ঝরে পড়েছে অশ্রুর বান। স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায়, তাঁর সীমাহীন নিয়ামতের তুলনায় কৃতজ্ঞতা প্রকাশে নিজ কৃপণতায়। বিষণ্ণ মন খানিকের মধ্যেই হয়ে ওঠল প্রসন্ন। গলাফেটে অজান্তেই বেরিয়ে পড়ল-- “তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। কত সুন্দর!”

বিষয়: বিবিধ

১৭৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File